মায়ের আসতে আর মাত্র কাটা দিন বাকি আছে
ঢাক বলছে আর কতদিন যাব মায়ের কাছে মায়ের গন্ধ অঞ্চল ভরা বাতাস ভরা কত
খুশির বানে লুটোপুটি আমরা বাঙালি যত
মায়ের আদর হাত বুলানো মাথার ওপর পাই
সেই লোভেতেই পুজোর সময় ইচ্ছা করে মায়ের কাছে যাই
এস এস ভাগ করেনি এই খুশির-ই চিনি
মিষ্টি মুখে সবার সাথে মিষ্টি সময় কিনি
শুভ সারদিয়া ১৪১৮ .......................

